কিছু পুরনো জোকস পর্ব-৩

লিখেছেন লিখেছেন হিমেল সাহেব ২৬ জুলাই, ২০১৩, ০৯:৪২:৪২ রাত

১/

ছেলে রাত করে বাড়ি ফিরেছে।

বাবা : কোথায়

ছিলি রে হারামজাদা ?

ছেলে: আমি আমার ফ্রেন্ড এর বাসায় ছিলাম

(!) বাবা তৎক্ষনাত কয়েকজন

ছেলে বন্ধুদেরকে ফোন দিলেন.

৪ নং ফ্রেন্ড বললো : ”জ্বী আঙ্কেল!

সে তো আমার সাথে ছিল”

৩ নং ফ্রেন্ড বললো: ”ও কিছুক্ষন

আগে চলে গিয়েছে”!

২ নং ফ্রেন্ড বললো: ” চাচা, ও আমার সাথেই

আছে (!!) এবং আমরা দুজন পড়ছি (!!?)

সব শেষের জন সব লিমিট ক্রস করলো,

এবং বললো- ”হ্যাল্লো আব্বু, আমার আজ

রাতে আসতে দেরী হবে !!

২/

প্রেমিক-প্রেমিকা ঠিক

করলো তারা আত্মহত্যা করবে। উঁচু পাহাড়

থেকে প্রথমে প্রেমিক ঝাঁপ দিল, কিন্তু

প্রেমিকা দিল না। সে চোখ বন্ধ করে বললো:

ভালোবাসা অন্ধ। এদিকে ঝাঁপ দেয়ার পর

প্রেমিক প্যারাস্যুট খুলে বললো, প্রকৃত

ভালোবাসা কখনো মরে না

৩/ স্যার : বলতো কোন পাখির

ডানা আছে কিন্তু উড়তে পারেনা?

বল্টু : মরা পাখি স্যার !

স্যার : বুঝেছি পড়াশুনা করিসনি ;

কালকে তোর বাবাকে ডেকে আনবি

বল্টু : আমার বাবা কিন্তু একজন গভর্নমেন্ট

স্যার : (নরম হয়ে) আচ্ছা, উনার নাম কি ?

বল্টু : বাটার রেড গভর্নমেন্ট..

স্যার : মানে ?

বল্টু : বাটার মানে মাখন, রেড মানে লাল আর

গভর্নমেন্ট মানে সরকার। আমার বাবার নাম

মাখন লাল সরকার..

স্যার : তোর মায়ের নাম কি ?

বল্টু : স্টার মাইন্ড ওয়াইফ..

স্যার : মানে ?

বল্টু : স্টার মানে তারা, মাইন্ড মানে মন আর

ওয়াইফ মানে বিবি; আমার মায়ের নাম

তারামন বিবি…

স্যার : তোর দাদার নাম কি?

বল্টু : ফাদার বাস..

স্যার : মানে ?

বল্টু : ফাদার মানে আব্বা আর বাস মানে বাস;

আমার দাদার নাম আব্বাস.. :-)

:-) :-) ;-) ;-)

বিষয়: বিবিধ

১৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File